সাসেক্সের হয়ে অভিষেকেই মোস্তাফিজের ৪ উইকেট
ভালুকা নিউজ ডট কম; স্পোর্টস্ ডেস্ক: জয় দিয়ে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে অভিষেক হলো বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজের। আর অভিষেক ম্যাচেই জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। এসেক্স ঈগলসের বিপক্ষে দলকে ২৪ রানের জয় এনে দিতে চার উইকেট নিয়েছেন মুস্তাফিজ। চার ওভার বল করে দিয়েছেন মাত্র ২৩ রান।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাতে চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২০০ রান করে সাসেক্স। জবাবে ৮ উইকেটে ১৭৬ রানের বেশি তুলতে পারেনি এসেক্স। রানের গতি বেঁধে রাখার সঙ্গে উইকেট নিয়ে জয়ের নায়ক মুস্তাফিজই।
বল হাতে নেয়ার আগেই সাসেক্স সমর্থকদের উল্লাসে মাতান মুস্তাফিজ। টিমাল মিলসের বলে তার চমৎকার ক্যাচেই ফিরে যান নিক ব্রাউন। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সাধারণত প্লের শেষ অর্থাৎ ষষ্ঠ ওভার দিয়ে বল শুরু করতেন মুস্তাফিজ। সাসেক্স অধিনায়ক লুক রাইটও তাকে সেই সময়েই বোলিংয়ে আনেন।
কাউন্টিতে অভিষেক ম্যাচটা এভাবে তিনি রাঙিয়ে দেবেন- কে ভাবতে পেরেছিল। তার ক্যারিশমায় যেভাবে চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স হায়দারাবাদ, সাসেক্সও কি তবে একই পথে এগিয়ে যাচ্ছে? সময়ই বলে দেবে হয়তো।
কিন্তু ইংল্যান্ডে অভিষেকটা স্মরণীয় করে রাখলেন তিনি। ৪ ওভার বল করে দিলেন মাত্র ২৩ রান আর নিলেন চার-চারটি উইকেট। শুধু তাই নয়, সাসেক্সকে ২৪ রানের দুর্দান্ত একটি জয়ও উপহার দিয়ে দিলেন তিনি।
মোস্তাফিজের দুর্দান্ত পারফর্মে জয় পাওয়ায় সাসেক্স নকআউট পর্বে উঠার স্বপ্ন দেখতে শুরু করেছে। টি-টোয়েন্টি ব্লাস্টের সাউথ গ্রুপে থাকা দলটি মোট ১২ ম্যাচের ৫টিতে জয় তুলে নিল। পাঁচটি ম্যাচ হারায় আর দুটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় মোস্তাফিজের দলটির সংগ্রহ বেড়ে দাঁড়ালো ১২ পয়েন্ট।