ভালুকায় তারেক রহমানের রায়ের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ভালুকা নিউজ ডট কম, বিশেষ প্রতিনিধি: অর্থ পাচার মামলায় বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হাইকোর্টের সাজা দেয়ার রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ভালুকা উপজেলা শাখা। রোববার সকালে নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কায়সার আহম্মেদ কাজলের নেতৃত্বে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিন করে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে আসার সময় পুলিশ মিছিলের গতিরোধ করে এবং মিছিলকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেয় ছাত্রদল নেতা সাদিকুর রহমান সজিব, আহসান সেক, মাহাবুব মোল্লা, মফিজুল মোল্লা, শাহাদাৎ ইসলাম,শেখ সজিব, শাকিল, রনি, রাকিব, রাহাত তরফদার, আকাশ, রাশেদ, লিখন, মামুন, মাজাহারুল, শুভ্র প্রমুখ। মিছিল পুর্ব সংক্ষিপ্ত সমবেশে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আকাশচুম্বি জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। বক্তাগন বলেন- মামলার বিচারিক আদালত তারেক রহমানকে খালাস দেয়ার পর সরকার উচ্চ আদালতে আপিলের মাধ্যমে সে রায় বাতিল করে তারেক রহমানকে সাজানো অভিযোগে সাজা দিয়েছে। বক্তাগন বলেন ষড়যন্ত্র করে তারেক রহমানের ভাবমুর্তি ও জনপ্রিয়তা ক্ষুন্ন করা যাবেনা।