খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি
ঢাকা: মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে মন্তব্যের জন্য রাষ্ট্রদোহ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করেছেন নড়াইলের আদালত। খালেদা জিয়াকে স্বশরীরে ২৫ আগষ্ট আদালতে হাজির হতে বলেছেন আদালত।
সোমবার (২৫ জুলাই) নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট জাহিদুল আজাদ এ আদেশ দেন।
উল্লেখ্য, বিএনপির প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ২১শে ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। ভাষণের একটা বড় অংশ জুড়েই ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নানা কথাবার্তা। এরই এক পর্যায়ে তিনি উল্লেখ করেন ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে নিহত মানুষদের আনুষ্ঠানিক যে সংখ্যা সেটি নিয়ে বিতর্কের কথা।
তিনি বলেন, ‘’আজকে বলা হয়, এত লাখ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’ এরপর খালেদা জিয়ার বিরুদ্ধে একজন আইনজীবী রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করলে গত ২১শে জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মামলা করার অনুমতি দেয়।