সিডষ্টোর-আওলাতলি(তালাব)রাস্তাটি পাকাকরনের দাবী
ভালুকা নিউজ ডট কম: ভালুকা উপজেলার হবিরবাড়ী ও কাচিনা ইউনিয়নের হাজারো মানুষ চলাচলের গুরুত্বপুর্ণ সিডষ্টোর-আওলাতলি-(তালাব) রাস্তাটি সংস্কার ও পাকাকরন না হওয়ায় চরম দুভোর্গে ওই এলাকার মানুষ।ওই রাস্তায় চলাচলকারী মো: মাসুদ রানা জানান-একটু বৃষ্টিতেই রাস্তাটি প্রচুর কাঁদা ও পানি জসে থাকায় প্রতিদিন শত শত স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষার্থী,কারখানার পুরুষ ও নারী শ্রমিক, সিডষ্টোর বাজারে কাঁচামাল বহনকারী রিক্সা-ভ্যান, কাঁঠালসহ বিভিন্ন ধরনের মালবাহ ট্রাক, যাত্রীবাহী সিএনজি, অটোরিক্সা ও ভাড়ায় চালিত মটর সাইকেল চলাচল করে থাকে। রাস্তার বেহাল দশা থাকায় চরম দুভোর্গ পোহাতে হয় এই এলাকার জনসাধারনকে।কৃষি নির্ভর এলাকা হিসেবে তালাব, শিরিরচালা, মল্লিকবাড়ীর রয়েছে অালাদা পরিচয়।কিন্তু রাস্তাটি চলাচলে অযোগ্য হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে, পোল্ট্রি খামারিসহ ওই এলাকার কৃষকদের।এলাকাবাসীর দাবী যাতে দ্রুত রাস্তাটি সংস্কার ও পাঁকাকরনের উদ্যোগ নেয়া হয়।