নজরুল বিশ্ববিদ্যালয়ে জঙ্গীবাদ বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

মেহেদী জামান লিজন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ “মানবিক মূল্যবোধ অটুট থাক জঙ্গিবাদ নিপাত যাক” এই শ্লোগানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জঙ্গীবাদ বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আয়োজনে প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালীটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে গাহি সাম্যের গান মঞ্চের সামনে এসে শেষ হয়।
পরে বিশ্ববিদ্যালয়ে গাহি সাম্যের গান মঞ্চে উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলমের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জর অতিরিক্ত ডিআইজি মো. আক্কাস আলী, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মাহাবুব হোসেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. নজরুল ইসলাম, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন, ত্রিশাল পৌরমেয়র এবিএম আনিসুজ্জামান, ত্রিশাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ছাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ প্রমুখ।