প্রাণের বাংলাদেশস্কুল আঙিনা
গৌরীপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্কুল ছাত্রের মৃত্যু
ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরের ভাঙনামারি ইউনিয়নের নাপতে আলগী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে পলাশ বাবু (১৬) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যা পৌনে আটটার দিকে তার মৃত্যু হয়। নিহত পলাশ স্থানীয় সাকুয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র বলে জানিয়েছে তার স্বজনেরা। নিহতের চাচা সোহরাব মিয়া জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে পলাশ বাবুর পেটে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ সুজন।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।