শিরোনামহীন
দীপিকার xxx এর বিহাইন্ড দ্য সিন ফাঁস
ভালুকা নিউজ ডট কম; ডেস্ক: দা রিটার্ন অফ জেন্ডার কেজের শুটিং কীভাবে হয়েছিল? ভিন ডিসেল আর দীপিকা পাড়ুকোন কীভাবে শুট করেছিলেন? ফ্যানদের মনে এই প্রশ্নগুলো জাগতেই পারে। দীপিকা পাড়ুকোন তাই ফ্যানেদের সাসপেন্স মেটানোর জন্য একটি ভিডিও প্রকাশ করেছেন।
ভিডিওতে ক্যামেরার পিছনের কিছু দৃশ্য দেখানো হয়েছে। গোটা ভিডিওটিতে দীপিকাকে বিভিন্নভাবে দেখা গেছে। আর আছেন ভিন ডিসেল। শুটিং করতে গিয়ে দীপিকা আর ভিনের বন্ধুত্ব যে বেশ দৃঢ় হয়েছে, এই ভিডিওই তার প্রমাণ।
যতদূর শোনা গেছে, ছবিতে দীপিকার চরিত্রটি নাকি ছবিতে খুব বড় নয়। কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। ট্রেলারেই তার আঁচ পাওয়া গেছে। শোনা গেছে xXx : দা রিটার্ন অফ জেন্ডার কেজের প্রোমোশন করতে ভারতে আসবেন ভিন ডিসেল।নিউজ- কালের কন্ঠ।