অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা প্রতিনিধি: শোকের মাস পালনের কর্মসূচির মধ্যে ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলিতে একজনের মৃত্যুর ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সোমবার (১ আগষ্ট) এর এ ঘটনায় নিহত সাইফুল খালিদ মার্কেটিং বিভাগের সপ্তম ব্যাচের ছাত্র ও কাজী নজরুল ইসলাম হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি দাউদকান্দি উপজেলার জয়নাল আবদিনের ছেলে। েএ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম বলেন, ১ অগাস্ট প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলি হয়। এতে অন্তত ১২ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হন।
“আহত সাইফুল খালিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সোমবার ভোর ৫টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
আহত অন্যদের কমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।