ত্রিশালে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ

এইচ এম মোমিন তালুকদার, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩১ জুলাই রবিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ হল রুমে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন। শপথ অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়নের
সংরক্ষিত মহিলা আসনের ৩৪ জন সদস্য এবং সাধারণ সদস্য ১০৫ জনকে শপথ বাক্য পাঠ করনো হয়।
শপথ অনুষ্ঠান শেষে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন, মহিলা ভাইস-চেয়ারম্যান লুৎফুন্নেসা বিউটি। শপথ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ চাঁন মিয়া মনির, কৃষি অফিসার দীপক কুমার পাল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজির আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু জুলহাস ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ।