নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রী হলে রাতে ঢুকতে না দেওয়ায় ছাত্রীদের বিক্ষোভ মিছিল

মেহেদী জামান লিজন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় দোলনচাঁপা হলের আবাসিক শিক্ষার্থী হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ইয়াসমিন আক্তার জুই গতকাল রাত ৯ টার দিকে হলে প্রবেশ করতে চাইলে তাকে প্রবেশ করতে না দেওয়ায় দোলনচাঁপা হলের আবাসিক ছাত্রীরা বিক্ষোভ মিছিল করেন।
সোমবার সকালে দোলনচাঁপা হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। তারা দোলনচাঁপা হল প্রভোস্ট এবং হল সুপারের পদত্যাগ চেয়ে বিক্ষোভ মিছিল করেন।
দোলনচাঁপা হল সুপার নাসরিন আক্তার বলেন, বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্রে উল্লেখ আছে রাত ৮ টার ভিতরে হলে উপস্থিত থাকতে হবে। এ নিয়ে গত বুধবার রাত ৭টার দিকে ছাত্রী হলে ছাত্রীদের নিয়ে একটি সাধারণ মিটিং করে তাদের আবারো জানিয়ে দেওয়া হয় যে, রাত ৮টার পর হলে প্রবেশ করা নিষেধ। কিন্তু তারা নিয়ম না মেনে রাত ৯টা, ১০টা এমনকি ১১টার সময়ও হলে প্রবেশ করতে চায়। এর ফলে হলের নিয়ম শৃঙ্খলার বিঘ্ন ঘটে।