শ্রীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গী ও নাশকতা বিরোধী মানববন্ধন পালিত
আরিফুল ইসালাম খান, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মাসপূর্তিতে জঙ্গিবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধের ডাক এসেছে শ্রীপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকেও।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আয়োজনে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ে সোমবার বেলা ১১টা থেকে এক ঘণ্টার এই মানববন্ধন কর্মসূচি পালনের ডাক আসে।
এর ধারাবাহিকাতায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার স্কুল কলেজ বিশ্বদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার বেলা ১১টা থেকে ১ ঘন্টা মানববন্ধন পালিত হযেছে।
‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন’ এই স্লোগানে শ্রীপুর রহমত আলী সরকারি কলেজে, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ, হাজ্বী ছোট কলিম, মাওনা বহুমূখী,ধনুয়া,গাজীপুর,কাওরাইদ,শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়সহ ভাংনাহাটি কামিল মাদ্রাসা,কেওয়া তমির উদ্দিন মাদ্রাসা,আহম্মদীয়া কাচারী পাড়া দাখিল মাদ্রাসাসহ শ্রীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
একই সমেয় হাজ্বী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের আয়োজনে প্রায় দুই কিলোমিটার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এম.সি বাজারে মনববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান (সজল) বলেন,জঙ্গিবাদের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলতে হবে।আমরা এখানে মিলিত হয়েছি, ঐক্যবদ্ধ হয়েছি জঙ্গিবাদের বিরুদ্ধে। এই সন্ত্রাসী জঙ্গিদের প্রতিহত করা অসম্ভব নয়, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। এসময় উপস্থিত ছিলেন, পিটি আই সভাপতি মোবারক হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।
মাওনা কালিয়াকৈর সড়কের মাওনা বাজারে মানববন্ধন কালে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আবুল খায়ের বলেন, সন্ত্রাসী জঙ্গিবাদী কার্যকলাপ, দেশে হোক বিদেশে হোক,এই ঘটনাগুলোর নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই আমাদের।
অংশগ্রহণকারীদের হাতে ছিল ‘জঙ্গিবাদের জায়গা বাংলাদেশে নয়’, ‘শান্তিপূর্ণ দেশ চাই’, ‘জঙ্গিবাদের ঠাঁই নাই’, ‘জঙ্গিবাদের বিষদাঁত ভেঙ্গে দাও’, ‘ধর্মের নামে মানুষ হত্যা মহাপাপ’, ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’, ‘সন্তাানদের জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে পরিবারেই হোক প্রথম পাঠশালা’, ‘জঙ্গিবাদের মূল উৎপাটনে ঐক্যবদ্ধ হোন’ ইত্যাদি স্লোগান লেখা ফেস্টুন-প্ল্যাকার্ড।