বিচিত্র দুনিয়া

মাঝসমুদ্রে কী ভাসছে এটা, বলতে পারবেন কী?

ভালুকা নিউজ ডট কম; ডেস্ক: উলটে যাওয়া নৌকো বা হট এয়ার বেলুনের অংশ। দূর থেকে এই ছবিটি দেখলে আপনার এরকমই মনে হতে পারে। যেমনটা মনে হয়েছিল মার্ক ওয়াটকিন্সের। পশ্চিম অস্ট্রেলিয়ার কাছে ভারত মহাসাগরের উপরে ভাসমান এই বলটি দেখে প্রথমে তেমনটাই মনে হয়েছিল তাঁর। কিন্তু, যতই এগিয়েছেন ততই ভুল ভেঙেছে।

আসলে সেটি ঠিক কী ? ভারত মহাসাগরের উপর ভাসতে থাকা ওই বলটির কাছে যাওয়ার পর মার্ক ওয়াটকিন্স নামে ওই মৎস্যজীবী বুঝতে পারেন বস্তুটি কী। বুঝতে পারেন বস্তুটি উলটানো নৌকাও নয় বা হট এয়ার বেলুনের অংশ নয়। উলটে একটি মৃত তিমির দেহ। কিন্তু, কীভাবে এই আকার নিল সেটি ?

মার্ক বলেন, তিমির পাকস্থলী গ্যাসে ভরে যাওয়ায় তা এভাবে ফুলে বলের মতো হয়ে গেছে।

কীভাবেই বা বুঝলেন এটি তিমির মৃতদেহ ? ওয়াটকিন্স বলেন, “কাছে যাওয়ার পর গন্ধ থেকে বুঝতে পারি যে এটি তিমির দেহ ছাড়া আর কিছু নয়।”

পরে হাঙরের দল ওই দেহটিকে খেয়ে নেয়। তবে বেশ খানিকটা সময় লাগে তাতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button