গ্রামীণ কৃষি
ভালুকায় বিষমুক্ত লাউ চাষ
ভালুকায় বিষমুক্ত লাউ চাষ করে লাভবান হচ্ছেন কৃষক।উপজেলার মল্লিকবাড়ী চাঁনপুর গারোবাজার আইপিএম কৃষক ক্লাব এর সদস্যরা আইপিএম কৌশলে মাধ্যমে বিষমুক্ত লাউ চাষ করে সন্তোষজনক উৎপাদন করছেন।উপজেলা কৃষি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সার্বিক সহযোগীতায় ওই এলাকার কৃষক লুকাস সাংমা ও আ:সালাম আইপিএম কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন করে লাউ চাষ করে অর্থনৈতিক স্বাবলম্বী হয়েছেন।উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আজম খান জানান-ওই এলাকার কৃষক নিরাপদ ফসল উৎপাদন করে লাভবান হচ্ছেন।