জাতীয়
মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান রিয়াজুল হক

ঢাকা: জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন সাবেক সচিব কাজী রিয়াজুল হক।তিনি এর আগে জাতীয় মানবাধিকার কমিশনে পূর্ণকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।’
‘সাবেক সচিব কাজী রিয়াজুল হককে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।
এছাড়া আইন অনুযায়ী চেয়ারম্যান নিয়োগে সুপারিশ করেছে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বাধীন সাত সদস্যের একটি কমিটি। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে কাজী রিয়াজুল হককে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়।
গত ২৩ জুন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমানের মেয়াদ শেষ হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম মঙ্গলবার(২আগস্ট) নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।