সরকারের একমাত্র লক্ষ্য ক্ষমতায় টিকে থাকা: মির্জা ফখরুল
জঙ্গীবাদ মোকাবেলা নয় সরকারের বর্তমান লক্ষ্য ক্ষমতায় টিকে থাকা বলে দাবি করেছে বিএনপি। বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে এ দাবি করেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, জঙ্গী দমন নয়, জাতীয় উন্নয়ন নয়, নির্বাচন ব্যবস্থাকে ঠিক করা নয়, বিরোধীদের নির্মুল করে হলেও সরকার ক্ষমতায় থাকবে এটাই তাদের একমাত্র উদ্দেশ্য।
বিরোধী দলকে নির্মুল করার পরিকল্পনা কখনই সুফল বয়ে আনবেনা বলে সরকারকে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, এ পরিকল্পনা থেকে ফিরে আসুন।
জাতীয় ঐক্য ইস্যুতে জামায়াত নিয়ে ড. এমাজ উদ্দিন আহমদের বক্তব্য সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সম্পুর্নই তার (এমাজ উদ্দিন) ব্যক্তিগত মতামত।
তিনি আরও বলেন, জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বেগম খালেদা জিয়া নিজের দায়িত্তবোধ থেকে, জাতীকে ভালবেসে।
বর্তমান জঙ্গী দমন কার্যক্রম সম্পর্কে প্রশ্ন তুলে তিনি বলেন, যাদেরকে পুলিশ ধরছে তাদেরকে কারাগারে না দিয়ে ক্রস ফায়ারে দিচ্ছে। তাই এ বিষয়ে আমাদের সন্দেহ আছে।
সরকার তাদের নীল নকশা বাস্তবায়ন করার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেরিস্টার মওদুদ আহমদের গুলশানের বাড়ি থেকে তাকে উচ্ছেদ করছে বলেও দাবি করেন তিনি।