অর্থনীতি

শ্রমিকদের এসএসসি পাস মেধাবী সন্তানরা পাবে ২৫,০০০ টাকা

ভালুকা নিউজ ডট কম; ডেস্ক: সকল শ্রমিকদের এসএসসি পাস মেধাবী সন্তানদের শিক্ষার জন্য সহায়তা দেবে সরকার। যে সব শ্রমিকদের সন্তানরা গত ও চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে, তাদের ২৫ হাজার টাকা করে সহায়তা দেয়া হবে।

এজন্য আগামী ৩০ আগস্টের মধ্যে নির্ধারিত ফরমে তাদের আবেদন করতে হবে। ‘আবেদন যাচাই-বাছাইয়ের পর সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে সহায়তার অর্থ তুলে দেয়া হবে। সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মুজিবুল হক চুন্নু এসব তথ্য জানান।

এর আগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে গত বছরের লভ্যাংশ দিয়েছে লাফার্জ-সুরমা সিমেন্ট লিমিটেড।

প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সব ধরণের শ্রমিকের সন্তানরা এ সুবিধা পাবেন জানিয়ে মুজিবুল হক বলেন, ‘রিকশাচালক, বাসা বাড়িতে কাজ করা শ্রমজীবী নারীদের সন্তানরাও এ সুবিধা পেতে পারেন। আবেদনের ফরম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।’

সংশোধিত শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন বিধিমালা অনুযায়ী এ সহায়তা দেয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। গত বছর ‘শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন (সংশোধিত) বিধিমালা ২০১৫’ চূড়ান্ত করে সরকার।

অসচ্ছল শ্রমিকদের সন্তানদের শিক্ষার জন্য ২৫ হাজার টাকা সহায়তা দেয়া যাবে বলে সংশোধিত বিধিমালায় উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া বিধিমালা অনুযায়ী, উচ্চশিক্ষার জন্য সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যয়ন সাপেক্ষে টিউশন ফি ও শিক্ষা উপকরণের জন্য সর্বোচ্চ তিন লাখ টাকা সহায়তা দেয়া যাবে।

‘শ্রমিকদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য সর্বোচ্চ ৩ লাখ টাকা সহায়তা দেব। এ সহায়তার জন্য সারা বছরই আবেদন করা যায় বলে জানান মুজিবুল হক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button