সারা ভালুকাহবিরবাড়ি
সন্ত্রাস জঙ্গীবাদের বিরুদ্ধে ভালুকায় শিক্ষার্থীদের মানব বন্ধন

ভালুকায় (৪ আগষ্ট) বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া (ডোবালিয়া পাড়া) আঃ করিম সরকার মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থীরা সন্ত্রাস ও জঙ্গীবাদ মোকাবেলায় এক র্যালী শেষে মানববন্ধন কর্মসূচী পালন করে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে প্রাথমিক স্কুলের ছাত্র ছাত্রীরা জঙ্গীদের শাস্তি চাই, জঙ্গী বিরোধী অভিযান সফল হউক ইত্যাদি শ্লোগান দেয়। এ সময় বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক কামরুল হাসান সাগর, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সালাম মোল্লা, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবুল কাসেম, ওয়ার্ড কৃষকলীগ সভাপতি মোঃ মজনু মিয়া, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সচিব আবু হানিফা, ডা. শফিক প্রমুখ।