শিরোনামহীন
কনডমের বিজ্ঞাপনে সানির নতুন চমক!

বিনোদন ডেস্ক: মিডিয়া জগতে ফের বিস্ফোরণ। এবার ক্যামেরার সামনে বিস্ফোরণ ঘটালেন তিনি। সৌজন্যে একটি কনডমের বিজ্ঞাপনী শুট। আর এই বিস্ফোরকের নাম অবশ্যই সানি লিওন।
সম্প্রতি বলিউডে বিখ্যাত ফটোগ্রাফার ডাব্বু রত্নানি একটি কনডম ব্র্যান্ডের ক্যালেন্ডার শুট করলেন। সেখানেই মডেল হিসেবে হাজির ছিলেন সানি লিওন। এর আগে বিভিন্ন কনডমের বিজ্ঞাপনে সানিকে দেখেছেন দর্শক। তবে এ বারেরটা নাকি একেবারেই আলাদা।
ঘনিষ্ঠ মহলে ডাব্বু নিজেও জানিয়েছেন এ কথা। সানির সঙ্গে তাঁর এটাই প্রথম কাজ। আর অভিজ্ঞ এই ফটোগ্রাফারকেও নাকি সেটে চমকে দিয়েছেন সানি। দিন কয়েক পরে দেখা যাবে সানির সেই সম্মোহনী রূপ।