ভারতে সরকারি গোশালায় অবহেলায় ৫০০ গরুর মৃত্যু!

রাজস্থানের হিঙ্গোনিয়ার ওই সরকারি গোশালায় মজুরি বাড়ানোর দাবিতে এক মাস ধরে ধর্মঘটে রয়েছে সেখানকার কর্মচারীরা। এতে গরুগুলোর দেখভাল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ৫০০টিরও বেশি গরুকে মৃত অবস্থায় পাওয়া গেছে। কাদা ও গোবরে আটকে গিয়ে গরুগুলো নড়াচড়ার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল। দীর্ঘদিন পশুগুলোকে পরিষ্কারের কাজ বন্ধ থাকায় এই অবস্থা তৈরি হয়।
এ ঘটনায় বিজেপির অবস্থান স্পষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা শচীন পাইলট। তিনি বলেন, কর্মচারীরা ধর্মঘটে যাওয়ার পর অসহায় পশুগুলো কী অবস্থায় দিন কাটাচ্ছে, তা একবার খোঁজ নেওয়ারও প্রয়োজন বোধ করেনি রাজ্য সরকার।
তিনি বলেন, বিজেপি শুধু গোরাজনীতিতে আগ্রহী। সত্যিকার অর্থে গরু রক্ষার কোনও তাগিদ তাদের নেই। গরুগুলোর এই মৃত্যুর প্রতিবাদে জয়পুরে ‘গোরক্ষক পদযাত্রা’রও আয়োজন করে কংগ্রেস। এ ঘটনার তীব্র নিন্দা করেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।
সরকারি গোশালায় এই অমানবিক ব্যবহারের তীব্র সমালোচনা করেছে তারা। রাজস্থান সরকারের পশুপালন দফতরের সচিব কুঞ্জি লাল মিনা অবশ্য দাবি করেছেন, যে গরুগুলো মারা গেছে, সেগুলোর বয়স হয়ে গিয়েছিল এবং অসুস্থ ছিল।