ভালুকায় ট্রাক চাপায় স্বামী-স্ত্রী নিহত আহত শিশু সন্তান
ভালুকা নিউজ ডট কম: ভালুকায় ট্রাক চাপায় স্বামী-স্ত্রীর করুন মৃত্যু হয়েছে আহত হয়েছে সাথে থাকা শিশু সন্তান। ঘটনাটি ঘটেছে রোববার (৭ আগষ্ট) ভোর ৬ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘড়াপাড়া নামক স্থানে।
জানা যায়, ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মোক্ষপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে আবুল কালাম (৫৫) তার স্ত্রী সুফিয়া খাতুন (৪৫) কে নিয়ে রিক্সাযোগে প্রতিদিনের ন্যায় কর্মস্থল ভালুকা মডেল থানায় যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘড়াপাড়া নামক স্থানে ময়মনসিংহগামী একটি মাছভর্তি ট্রাক তাদেরকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সুফিয়া খাতুনের মৃত্যু হলে স্বামী আবুল কালাম ট্রাকের গতিরোধ করার চেষ্টা করেন। এ সময় ট্রাকটি তাকেও চাপা দিলে ঘটনাস্থলে তারও মৃত্যু হয়। এ সময় তাদের সাথে থাকা শিশু সন্তান স্বাধীন (২) আহত হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন-অর-রশিদ জানান, তারা দু’জনেই ভালুকা মডেল থানায় কর্মচারীর কাজ করতো। নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।