বিভাগীয় খবরময়মনসিংহ

ভোক্তাদের সাথে প্রতারনায় ময়মনসিংহে সোয়া লক্ষ টাকা জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি::  ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অভিনব পন্থায় ভোক্তাদের ঠকানোর কারনে ৬ মিষ্টান্ন বেকারিকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৩ আগস্ট) বিকেলে অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলম এ জরিমানা ধার্য করেন।

অভিযানে  আল-আমিন মিষ্টান্ন ভান্ডারকে ১০১ গ্রাম ওজনের খালি ঠোঙ্গা ও ২৬৬ গ্রাম ওজনের খালি মিষ্টির প্যাকেট  ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৪৬ ধারায় বেকারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ওই আইনের বিভিন্ন ধারায় জাহাঙ্গীর হোটেলকে পাঁচ হাজার টাকা, সামীয়া বেকারিকে ২০ হাজার টাকা, সুজন বেকারিকে ৩০ হাজার টাকা, লক্ষী নারায়ণ মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা ও মসুলি বাজারের নিউ টিপ টপ বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ।

অভিযানে জেলা প্রশাসন ময়মনসিংহ এবং নান্দাইল উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় উপস্থিত ছিলেন জেলা বাজার কর্মকর্তা জিল্লুল বারী, নান্দাইল উপজেলা স্যানিটারি ইন্সপক্টার মোঃ মিজানুর রহমান ও তাঁর সহযোগি আহসানউদ্দিন আকন্দ সোহাগ, নান্দাইল পৌরসভা স্যানিটারি ইন্সপক্টার মোঃ শাহজাহান মিয়া ।

এ সময় উপস্থিত জনসাধারণকে সচেতন করতে তাদের মাঝে আইনের লিফলেট বিতরণ করা হয়।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button