অবশেষে হাতিটিকে উদ্ধার করলো বন বিভাগ

জামালপুর প্রতিনিধি: অবশেষে জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় ভারত থেকে আসা বুনো হাতিটিকে উদ্ধার করা হয়েছে। এক মাস ধরে পিছু পিছু ঘোরার পর ভারতীয় এই হাতিটিকে ধরার প্রাথমিক প্রক্রিয়ায় এটিকে অচেতন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার কামরাবাদ ইউনিয়নের কয়রা গ্রাম থেকে চেতনানাশক ওষুধ দিয়ে হাতিটিকে উদ্ধার করে বনবিভাগ। এর মাধ্যমেই শেষ হতে যাচ্ছে বহুল আলোচিত ‘হাতি সমাচার’।
বন বিভাগের বাংলাদেশ টিমের প্রধান ডক্টর তপন কুমার দে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাতিটিকে কয়রা গ্রামের একটি পুকুর থেকে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে ডাঙায় তোলা হয়েছে।অচেতন হাতটিকে এখন নিরাপদ জায়গায় নেওয়ার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, বানের জলে ভেসে গত ২৬ জুন আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তে আসে ভারতীয় বুনো হাতিটি। দেড় মাসেরও বেশি সময় ধরে নদী ও স্থল পথ মিলিয়ে চার জেলায় কয়েকশ’ কিলোমিটার পাড়ি দিয়ে অনেকটা দুর্বল হয়ে জামালপুরে অবস্থান নিয়েছিল এটি। হাতিটি উদ্ধারে আসা ভারতীয় প্রতিনিধি দল বিফল হয়ে ফিরে যাওয়ার দুদিন পর বাংলাদেশি উদ্ধারকারীরা সফল হল।