আগামীকাল নিয়তি নিয়ে আসছেন আরেফিন শুভ
ভালুকা নিউজ ডট কম; ডেস্ক: আগামীকাল জাকির হোসেন রাজু পরিচালিত যৌথ প্রযোজনার ছবি ‘নিয়তি’মুক্তি পাচ্ছে। এ ছবিতে আরেফিন শুভ প্রধাণ চরিত্রে অভিনয় করছেন। তার নবীন বিপরীতে নবীন নায়িকা জলি অভিনয় করছেন। ছবিটি কলকাতার সঙ্গে যৌথ প্রযোজনা করছেন জাজ মিডিয়া। আরেফিন শুভ একজন সম্ভাবনা নায়ক। ইতিমধ্যে তার একাধিক ছবি মুক্তি পেয়েছে কিন্তু কোন ছবিতেই চমক সৃষ্টি করতে সক্ষম হয়নি, তবে দর্শকদের দৃষ্টিতে পড়েছে তা সত্য। মাহীর বিপরীতে শুভ যে কয়টি ছবিতে অভিনয় করছেন, সেখানে মাহীকেই প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। কিন্তু ‘নিয়তি ’ছবিতে শুভ প্রধান চরিত্রে অভিনয় করেছেন এবং দর্শকরা তাকে ভিন্নরূপ দেখতে পাবেন বলে নির্মাতা সূত্রে জানা যায়। বলা যেতে পারে আগামীকাল আরেফিন শুভোর জন্য অগ্নিপরীক্ষ। ‘নিয়তি’ ছবিতে যদি শুভ দর্শকদের মন জয় করতে ব্যর্থ হন, তাহলে তার চলচ্চিত্র ক্যারিয়ারের জন্য কল্যান বয়ে অানবেনা। কেননা ছবিটি কেন্দ্রীয় চরিত্রে শুভ অভিনয় করছেন। এবং ছবিটি ব্যয়বহুল। তাছাড়া জাজ মিডিয়ার যৌথ প্রযোজনা ছবি দর্শকদের মন জয় করতে সক্ষম। এখন দেখার পালা শুভ কি সাবর আস্থা ধরে রাখতে পারেন কি না।