গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় বোমা ফাটিয়ে স্বর্ণের দোকান লুট করেছে একদল পিস্তলধারী। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ইয়াকুব আলী সুপার মার্কেটের দোতলায় সঙ্গীতা জুয়েলার্সে এ ঘটনা ঘটে।এ ঘটনায় দুর্বৃত্তদের মারধোরে দোকান মালিকের ছেলে সুব্রত দাস (৩২), কর্মচারী নয়ন (৩০) ও বোমার আঘাতে ট্রাকচালক সাগর এবং হেলপার সাজু আহত হন। তাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এসময় কমপক্ষে ২০টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মার্কেটের সামনে মহাসড়কে একের পর এক হাতবোমার বিস্ফোরণ ঘটে। বোমা বিস্ফোরণে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহাসড়ক ও আশপাশের দোকানগুলো মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় দোকানে থাকা রাশেদুল ইসলাম বলেন, আটজন পিস্তলধারী ব্যাক্তি জুয়েলারি দোকানে প্রবেশ করে। তারা তাকে, দোকানের দুই নারী ক্রেতা ও চারজন কর্মচারীর বুকে পিস্তল ঠেকিয়ে জিম্মি করে। পরে সেলফে সাজিয়ে রাখা স্বর্ণালঙ্কার লুট করে। এসময় লুটেরাদের দু’জন দোকানের সিন্দুক ভাঙারও চেষ্টা করে।দোকানের মালিক শঙ্করচন্দ্র দাস জানান, দোকান থেকে কমপক্ষে সাড়ে তিনশ ভরি স্বর্ণালঙ্কার লুট হয়েছে। প্রায় ৭ মিনিটের মধ্যে মালামাল লুট করে দুর্বৃত্তরা ময়মনসিংহের দিকে পালিয়ে যায়।শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লুটেরাদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ, র্যা ব ও গোয়েন্দা বিভাগের সদস্য মোতায়েন রয়েছে।