শেকল ছিঁড়ে আবার জলাশয়ে সেই হাতি
জামালপুর প্রতিনিধি: আটকে রাখার পর থেকে পায়ে বাঁধা শেকল আর দড়ি ছেঁড়ার চেষ্টায় সফল হয়েছে বানের জলে ভেসে আসা হাতিটি। শনিবার বেলা ১১টার দিকে বাঁধনমুক্ত হয়ে হাতিটি কাছের একটি জলাশয়ে নেমে পড়েছে।
হাতিটি পানির ওপরে শুধুমাত্র শুঁড় বের করে রেখেছে।
বন অধিদপ্তরের সাবেক উপপ্রধান বন সংরক্ষক তপন কুমার দে বলেন, হাতিটিকে ডান্ডা বেড়ি পরানোর চেষ্টা চলছে। ডাঙায় তোলা গেলেই তাকে বেড়ি পরানো হবে।
বৃহস্পতিবার হাতিটিকে উদ্ধার করে আম গাছের সঙ্গে বাঁধা হয়েছিল। শুক্রবার তার হুঁশ ফেরে। চিকিৎসা চলছিল তার। পুরোপুরি সুস্থ হলে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে নেওয়ার কথা।
২৮ জুন ভারতের আসাম রাজ্য থেকে বন্যার পানিতে ভেসে বাংলাদেশে প্রবেশ করে হাতিটি। এরপর থেকেই শুরু হয় উদ্ধার অভিযান। চেতনানাশক ছোড়ার পর হাতিটির জলাশয়ে পড়ে যায় এবং জনতার তৎপরতায় সেখান থেকে উদ্ধার পায় হাতিটি।
হাতিটিকে দেখতে উৎসুখ মানুষের ভিড় বাড়ছে। এলাকায় পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।