ক্যাম্পাস

নজরুল বিশ্ববিদ্যালয়ে সামাজিকবিজ্ঞান অনুষদ ভবন উদ্বোধন

মেহেদী জামান লিজন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত সামাজিকবিজ্ঞান অনুষদ ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম।

১৪ আগস্ট, রবিবার নবনির্মিত সামাজিকবিজ্ঞান অনুষদ ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য মোহীত উল আলম।

নবনির্মিত সামাজিকবিজ্ঞান ভবনের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: হাবিবুর রহমান, কলা অনুষদের ডিন ও প্রক্টর প্রফেসর ড. মো: মাহবুব হোসেন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: নজরুল ইসলাম, লোকপ্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান শাহ্জাদা আহসান হাবিব, ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: সাইফুল ইসলাম, আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো: আহসান কবীর এবং পরিচালক(পরিকল্পনা ও উন্নয়ন) মো: হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় রেজিস্ট্রার মো: আমিনুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ। সঞ্চালনায় ছিলেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক মাসুম হাওলাদার।

উল্লেখ্য, ১০তলা ভিত্তি বিশিষ্ট দুইটি একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর গত ১৬ এপ্রিল ২০১৪ তারিখে স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম। মাত্র দুই বছর শেষেই এই ভবনেরই উদ্বোধন করলেন মাননীয় উপাচার্য। পাশাপাশি নির্মিত দুইটি একাডেমিক ভবন একটি প্লাজার মাধ্যমে সংযুক্ত থাকবে। এর একটি সামাজিকবিজ্ঞান অনুষদ ভবন এবং অপরটি ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন। ভবনটি দুইটি উইং এর সমন্বয়ে (প্রতিটি ফ্লোর ১৩ হাজার বর্গফুট বিশিষ্ট) ও মাঝখানে ১০ হাজার বর্গফুট প্লাজাসহ ১০তলা পর্যন্ত নির্মিত হবে এবং এর নির্মাণ আগামী ২০১৮ সালে সমাপ্ত হওয়ার পরিকল্পনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button