বিসিএলে খেলছেন জাতীয় দলের সব ক্রিকেটার
ভালুকা নিউজ ডট কম; ডেস্ক: গত কয়েক বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের কারণে বাংলাদেশের ঘরোয়া লিগগুলোতে সেভাবে খেলতে পারেননি জাতীয় দলের ক্রিকেটাররা। তবে এ বছর আন্তর্জাতিক ম্যাচ না থাকায় ঢাকা প্রিমিয়ার লিগের পুরোটাই খেলছেন টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শুরুতে খেলবেন সকল খেলোয়াড়রা বলে জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। এ ছাড়া কোচের চাহিদা অনুযায়ী ঢাকা ও চট্টগ্রামে এ টুর্নামেন্ট আয়োজন হতে পারে বলেও জানান তিনি।
রোববার বিসিএলের আয়োজন নিয়ে গুরুত্বপূর্ণ সভা করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাইফুল আলম চৌধুরী স্বপন, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান ও বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহে। সভা শেষে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে আকরাম বলেন, ‘এই বিসিএলে জাতীয় দলের বেশির ভাগ সদস্যই খেলতে পারবে। তবে ইংল্যান্ড সিরিজের কারণে হয়তো সবাই পুরোটা খেলতে পারবে না। ওয়ানডে সিরিজের সময় যারা দলের বাইরে থাকবে তারা বিসিএল খেলতে পারবে। আবার টেস্ট সিরিজের সময় যারা বাইরে থাকবে তারাও বিসিএল খেলতে পারবে।’
এর আগে ইংল্যান্ড সিরিজের জন্য এবারের বিসিএলের সবগুলো ম্যাচ ফতুল্লা ও বিকেএসপিতে হবে বলে জানিয়ছিল বিসিবি। তবে প্রস্তুতির জন্য ইংল্যান্ডের বিপক্ষে যে উইকেটে খেলা হবে সে উইকেটে খেলা দেওয়ার পক্ষে প্রধান কোচ হাথুরুসিংহে। তাই তার ইচ্ছা অনুযায়ী মিরপুর ও চট্টগ্রামে খেলা আয়োজন হতে পারে বলে জানান আকরাম।
‘এবারের বিসিএল ঢাকা ও চট্টগ্রামে আয়োজন হতে পারে। যেহেতু বিসিএল আমাদের সেরা ঘরোয়া ক্রিকেট। সেহেতু এটা আমরা সেরা ভেন্যুগুলোতেই আয়োজন করতে চাই। এটা নিয়ে আমরা গ্রাউন্ডস কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।’
দুদিন আগেই ক্যারিবিয়ান ক্রিকেট লিগ খেলে দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জাতীয় দলের ক্যাম্প চললেও এ মুহূর্তে বিশ্রামে রয়েছেন তিনি। এবারের বিসিএলে তিনি খেলবেন কিনা জানতে চাইলে আকরাম আরও বলেন, ‘সাকিব যদি ফ্রি থাকে, তবে সে অবশ্যই ঘরোয়া ক্রিকেটে, বিসিএলে খেলবে। সাকিব অন্য অনেকের চেয়ে বেশি ব্যস্ত থাকে। এই জন্য হয়তো সে সব সময় ঘরোয়া ক্রিকেট খেলতে পারে না। তবে ফ্রি থাকলে সে অবশ্যই খেলবে।’ খবর- জাগো নিউজ বিডি।