ভালুকায় জাতীয় শোক দিবস পালিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও শোক র্যালী বের করা হয়। ভালুকা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া শোক র্যালীটি পৌর সহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা অংশ নেয়। উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালীতে অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার, পৌর মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, সহকারী কমিশনার(ভুমি) আফরোজা আখতার, ভালুকা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশেকউল্লা চৌধুরী, এ্যাপোলো ইন্সঃ অব কম্পিউটারের অধ্যক্ষ এআরএম শামছুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কেএম ইদ্রিস আলী প্রমূখ। র্যালীতে ভালুকা ডিগ্রী কলেজ,ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়, ভালুকা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, এ্যাপোলো ইন্সঃ অব কম্পিউটার, ভালুকা মডেল মহিলা কলেজ, ভালুকা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভালুকা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়, পুর্ব ভালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়, শাপলা বিদ্যানিকেতন, নবধারা কিন্ডার গার্টেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভালুকা উপজেলা পৃথক শোক দিবস পালন করে। আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এছাড়াও হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়, হবিরবাড়ী বাহারুল উলূম আলীম মাদ্রাসা, সাহেরা নায়েব ল্যাবরেটরি স্কুল, পাখরিচালা সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাবিহা সুলতানা দাখিল মাদ্রাসা ও আখিঁ মডেল স্কুলের ছাত্র-ছাত্রীরা শোক র্যালী শেষে বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়।