খেলাধূলা

ভালুকায় প্রথমবার মেয়েদের ফুটবল টুর্নামেন্ট

বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি ভালুকা শাখার আয়োজনে গ্রীষ্মকালীন খেলাধুলার অংশ হিসেবে শিক্ষার্থীদের ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ আগষ্ট) ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আফরোজা আক্তার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন অর রশিদ, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হাবিব উল্যাহ চৌধুরী, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশেক উল্লা চৌধুরী, আশকা উচ্চ বিদ্যালয়ের প্রধান মোস্তাফিজুর রহমান সহ ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়, আশকা উচ্চ বিদ্যালয়, গোয়ারী আদর্শ উচ্চ বিদ্যালয়, হবিরবাড়ী সোনার বাংলা উচ্চ বিদ্যালয়, ভরাডোবা বালিকা উচ্চ বিদ্যালয়, হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়েল বালিকা উচ্চ বিদ্যালয়, ধামশুর নুরানী দাখিল মাদ্রাসার শিক্ষক/শিক্ষিকাগন। উদ্বোধনী পর্বে হবিরবাড়ী সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের মেয়ে দল বনাম হালিমুন্ন্ছো চৌধুরানী বালিকা উচ্চ বিদ্যালয় দল অংশ নেয়। খেলা গোল শুন্য থাকায়  ট্রাইব্রেকারে হালিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় দল বিজয়ী হয়। মেয়েদের অপর খেলায় অংশ নেয় গোয়ারী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় বনাম ভরাডোবা বালিকা উচ্চ বিদ্যালয়। ১-০গোলে গোয়ারী আদর্শ উচ্চ বিদ্যালয় দল বিজয়ী হয়। উদ্বোধনী খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন ভালুকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইউসুফ আলী, শাহাব উদ্দিন ও কাঠালী দাখিল মাদ্রাসার শিক্ষক ছাইফুল ইসলাম। মঙ্গলবার ৪টি অঞ্চলে একযোগে ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব শুরু হয়েছে। উল্লেখ্য উদ্বোধনী খেলার পাশাপাশি ভালুকায় এই প্রথম বারের মতো মেয়েদের ফুটবল টুর্নামেন্টের অভিষেক ঘটল। ইতিপুর্বে ছাত্রদের ফুটবল টুর্নামেন্ট হলেও ছাত্রীদের টুর্নামেন্ট ছিল অনুপস্থিত। ফলে অধির আগ্রহে খেলা উপভোগ করে বিপুল সংখ্যাক দর্শক। উদ্বোধনী বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েরা এখন সব কিছুতেই এগিয়ে। সুতরাং এখন আর ছেলে মেয়েবিশ্লেষন করার সুযোগ নেই। খেলার মাধ্যমে শরীর ও মন সতেজ থাকার কথা উল্লেখ করে বলেন এ চর্চা চালিয়ে যেতে হবে তাহলে আমাদের ছেলে মেয়েরাও একদিন বিশ্ব জয় করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button