ধীতপুরসারা ভালুকা
ধীতপুর ইউপি চেয়ারম্যানের উদ্যোগে গ্রাম পুলিশদের মধ্যে মোবাইল ফোন বিতরণ
ভালুকা নিউজ ডট কম: ভালুকা উপজেলার ৪ নং ধীতপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আশরাফুল আলমের ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের দায়িত্বরত ১০ জন গ্রাম পুলিশদের মধ্যে মোবাইল ফোন বিতরণ করা হয়েছে।
গত বুধবার (১৭ আগষ্ট) ধীতপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন গ্রামের খবর দ্রুত আদান প্রদান করার জন্য এই মোবাইল ফোন বিতরণ করা হয়।
নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম ভালুকা নিউজ ডট কম কে জানান, এলাকার উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। মোবাইল ফোন বিতরণ তারই একটি অংশ। আমি চাই এলাকার যাবতীয় সমস্যার কথা খুব দ্রুত জানতে। এজন্য আমি সবার সহযোগিতা কামনা করি।