ভালুকা উপজেলাসারা ভালুকা

ভালুকায় ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর পেল ১৩ শিক্ষা প্রতিষ্ঠান

বিশেষ প্রতিনিধি: চলমান ডিজিটাল শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে দেশব্যাপী শিক্ষা উপকরন বিতরনের অংশ হিসেবে ভালুকায় ল্যাবটব ও মাল্টি মিডিয়া প্রজেক্টর পেল ১৩ প্রাথমিক বিদ্যালয়। বুধবার বিকেলে উপজেলা শিক্ষা অফিসে প্রতিষ্ঠান গুলোর প্রধান শিক্ষকের হাতে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর তুলে দেয়া হয়। ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা,উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুজ্জামান প্রতিষ্ঠান প্রধানদের হাতে উপকরন গুলো তুলে দেন। ল্যাপটপ ও মাল্টি মিডিয়া প্রজেক্টর প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলো হচ্ছে উপজেলার হোসেনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,বনকুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,মাহমুদপুর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাতেঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম পাড়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, আশকা সরকারী প্রাথমিক বিদ্যালয়, নিঝুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, চান্দরাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, মেদিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, খারুয়ালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, আওলিয়ারচালা সরকারী প্রাথমিক বিদ্যালয়, হবিরবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও খুর্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুজ্জামান বলেন,পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানেই মাল্টি মিডিয়া উপকরন বিতরন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button