রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রতিবাদে কর্মসূচি দিবে বিএনপি

ভালুকা নিউজ ডট কম: সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে আন্দোলন কর্মসূচি দিবে বিএনপি। একই সঙ্গে দেশের চলমান রাজনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে দলের করণীয় কি সে বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে দলটি।
বৃহস্পতিবার রাত ৯টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সদ্য ঘোষিত স্থায়ী কমিটির সঙ্গে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বৈঠক করেন। দুই ঘন্টা ব্যাপি এই বৈঠকে বিএনপির আগামী দিনের আন্দোলন কর্মসূচি কি হবে সে বিষয়েও আলোচনা করা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও সরকারের গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব বিষয়ে করণীয় ঠিক করতেই মূলত এ বৈঠক ডেকেছিলেন খালেদা জিয়া।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, এম তরিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও নজরুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন। আগামী শনিবার রাত সাড়ে ৮টায় একইস্থানে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন খালেদা জিয়া।