কবিতাসাহিত্য সাধনা
প্রকৌশলী মুহা. মাহবুবুর রহমানের দু’টি কবিতা
১. মুজিবকে দেখিনি
মুজিব তুমি ঘুমিয়ে আছ
টুঙ্গী পাড়ার ছোট্ট ঘরে,
তোমায় আমি দেখিনি –
আজও তোমায় মনে পড়ে।
তোমায় আমি দেখিনি –
আজও শুনছি তোমারই বলিষ্ঠ কন্ঠস্বর,
যখনই শুনি তোমারই কন্ঠ
মনে হয় তখনই করে ফেলি
ঘাতকদের লন্ডবন্ড।
যখনই দেখি তোমারই ছবি
তোমারই শ্রদ্ধায় অশ্রু সিক্ত
তখনই আমি একজন নিরব কবি।
দিয়েছ তুমি বাংলার প্রাণ –
তোমাকে নিয়ে আমি গাই
তোমারই গুনগান।
এসো সবাই শ্রদ্ধা ভরে
শেখ মুজিবকে স্বরণ করি
বঙ্গবন্ধুর আদর্শে –
সোনার বাংলা গড়ি।
২.খোকা বাবু
খোকা বাবু খোকা বাবু
আবু – আবু –আবু
আদর করে ডাকে মায়,
সুঠাম দেহের খোকা বাবু
চষে বেড়ায় সারা গাঁয়।
নামটি তাঁর অধিক জানা
জানতে নেইকো কারো মানা।
নামটি তাঁর শেখ মুজিব
বীরের বেশে আসছে দেশে
দৌহিত্র জয় সজিব।
দেশ চালাচ্ছেন শেখ হাসিনা
ঋণের বুঝা না আনিয়া
উন্নয়নের ধারাতে-
চলছে সব সুন্দর ভাবে
আমার প্রিয় বাংলাতে।।