ভালুকা প্রেসক্লাবের জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

বিশেষ প্রতিনিধি: ভালুকায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবের আহ্বানে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (২০ আগস্ট) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ভালুকা প্রেসক্লাবের উদ্যোগে ভালুকা-গফরগাঁও সড়কের ভালুকা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। কর্মসূচীতে অংশ নেন ভালুকা প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান মানিক, সাধারন সম্পাদক এম এ মালেক খান উজ্জল, সাবেক সভাপতি আব্দুল আউয়াল ঢালী, কামরুল হাসান পাঠান কামাল ও এস এম শাহজাহান সেলিম, সহসভাপতি আতাউর রহমান তরফদার, ক্লাব সদস্য মোখলেসুর রহমান মনির, রফিকুল ইসলাম রফিক, শাহাব উদ্দিন, শাহ মো. হাছান আলী, আসাদুজ্জামান ফজলু, তমাল কান্তি সরকার, আব্দুল ওয়াদুদ মিয়া, হাদিকুর রহমান হাদিস, মোবাশ্যারুল ইসলাম সবুজ, আলমগীর হোসেন, কামরুল আরেফিন, আসাদুজ্জামান সুমন, শফিকুল ইসলাম সবুজ, দীনা খান, আওলাদ হোসেন রুবেলসহ ভালুকায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।