সাহিত্য সংবাদ

ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদে কবি শামসুর  রাহমান‘কে স্মরণ

কবি শামসুর রাহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদের আয়োজনে “আধুনিক কবিতার কাল পুরুষ শামসুর রাহমান” শীর্ষক আলোচনা সভা ও নিয়মিত সাহিত্য আড্ডা বৈশাখী মঞ্চে শুক্রবার (১৯আগষ্ট) অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি কাঙাল শাহীনের সভাপতিত্বে, বিলকিছ আক্তারের সঞ্চালনায়-আলোচক হিসেবে ছিলেন-সফিউল্লাহ আনসারী, রিয়েল আব্দুল্লাহ, ফাহিম ফারুক, সাঈদ সাইদুল। বক্তারা কবি শামসুর রাহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।নিয়মিত সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা পাঠ ও অংশ গ্রহন করেন-আলী ইউসুফ, রিয়েল আব্দুল্লাহ, কাঙাল শাহীন, আসাদ, সাঈদ সাইদুল, লাভলী আক্তার, রুমী, এইচ এম মোমেন ভুঁইয়া, মনিরুজ্জামান রাফি, ফারুক ফাহিম, জুলহাস উদ্দীন, প্রবাল রৌশনী, রুবেল মিয়া প্রমুখ। এসময় অনুষ্ঠানের শেষে উপস্থিত হয়েছিলেন-চট্রগ্রামের ডাক দিয়ে যাই সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক-টিপু সুলতান, রাবেয়া সুলতান, রুপন কান্তি দাস।ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদের ‘চতুরঙ’এর উনিশতম আসর ছিল আজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button