জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশে ময়মনসিংহ মডেল নগরী হতে যাচ্ছে

ভালুকা নিউজ ডট কম: অবশেষে কাংখিত স্বপ্নের  বাস্তব রুপ নিতে যাচ্ছে বৃহত্তর ময়মনসিংহের জনগণের প্রাণের দাবি বিভাগীয় নগরী। ব্রহ্মপুত্র নদের পূর্ব পাশে জমি অধিগ্রহণ শুরু হয়েছে। ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত হবে কয়েকটি সেতু। দেশের অন্যতম মডেল নগরী হিসেবে প্রতিষ্টিত হতে যাচ্ছে এই নগরী। শম্ভুগঞ্জ বাজার, চর ঈশ্বরদিয়া ও সিরতা ইউনিয়নের অধিকাংশ এলাকা নিয়ে গড়ে উঠবে এই স্বপ্ন নগরী। বিভাগীয় হাসপাতাল, স্কুল, কলেজ, শিশু পার্ক, বিভিন্ন প্রশাসনিক ভবন ও গুরুত্বপুর্ণ অফিস নির্মিত এই নগরীতে। উন্নয়নের মডেল নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মহান উদ্যোগ বৃহত্তর ময়মনসিংহের জনগণ কখনও ভুলবে না। ব্রহ্মপুত্র নদ বয়ে চলবে, এই নগরীর মধ্য দিয়ে। সব চেয়ে আশার বাণী হল, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় সর্বশেষ ময়মনসিংহ বিভাগ সম্পর্র্কীয়  সভায় তিনি বলেন “এই নগরী হবে, একটি পরিকল্পিত নগরী যা আগামী বিশ বছর পরে ও নতুন কোন গুরুত্বপুর্ণ নির্মাণের জন্য জায়গার অভাব হবে না। সমস্যা হবে না কোন পয়ঃনিস্কাশনে, আগুন নির্বাপনে যেহেতু নদ রয়েছে মধ্য নগরীতে। অতি শ্রীঘ্রই স্থাপিত হবে দেশের অষ্টম ময়মনসিংহ  শিক্ষা বোর্ড। অভিনন্দন জানাচ্ছি উন্নয়নের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জন প্রশাসন মন্ত্রী জনাব সৈয়দ আশরাফুল ইসলাম, বিরোধীয় নেত্রী জনাবা রওশন এরশাদ, ধর্ম মন্ত্রী জনাব অধ্যক্ষ বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব মতিউর রহমান ও অন্যান্য নেতা ও নেত্রীবৃন্দদের, যাঁরা অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতিষ্টিত হতে যাচ্ছে এই স্বপ্ন নগরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button