লাইফ স্টাইল

জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে স্মার্টকার্ড পাবেন যেভাবে

ভালুকা নিউজ ডট কম: প্রথমবারের মত দেশের প্রায় ১ কোটি নাগরিককে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম পর্যায়ে ২০১৪ ও ২০১৫ সালের ভোটাররা স্মার্টকার্ড পাবেন।

সূত্র জানিয়েছে, শিগগিরই স্মার্টকার্ড বিতরণের কাজ শুরু হবে। ২৫ ধরনের নিরাপত্তা ব্যবস্থা সংবলিত এই স্মার্টকার্ড সহজেই কেউ নকল করতে পারবে না। এই কার্ডের মাধ্যমে পাওয়া যাবে ২০ ধরনের নাগরিক সেবা।

এগুলোর মধ্যে রয়েছে – আয়করদাতা শনাক্তকরণ নম্বর, ড্রাইভিং ও ট্রেড লাইসেন্স, পাসপোর্ট ও সরকারি সহায়তা-ভাতা প্রাপ্তি এবং বিমানবন্দরে ই-গেটের মাধ্যমে আগমন ও বহির্গমন প্রভৃতি। ১০ বছর মেয়াদি এই স্মার্টকার্ড পাবেন জাতীয় পরিচয়পত্রধারী প্রায় ১০ কোটি ভোটার।

এদিকে স্মার্টকার্ড গ্রহণের সময় নাগরিকদের ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি দিতে হবে। এজন্য প্রতিটি এলাকায় ক্যাম্প স্থাপন করে কার্ড বিতরণ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়া হবে। রাজধানীর ভোটারদের স্মার্টকার্ড দেওয়ার জন্য ৭৫টি ক্যাম্প করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button