জাতীয়
ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ বৈধ : হাইকোর্টের পর্যবেক্ষণ
ভালুকা নিউজ ডট কম: রাজধানীর বাড়ির মালিকদের মাধ্যমে ভাড়াটিয়াদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের প্রেক্ষাপটে ডিএমপি বিধিমালার বৈধতা নিয়ে করা রিট কিছু পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার পর্যবেক্ষণসহ এই রায় দেন।
রায়ের পর্যবেক্ষণে আদালত পুলিশের তথ্য নেওয়ার প্রক্রিয়াকে বৈধ বলেছেন। এছাড়া পুলিশের নেওয়া যেকোনো পদক্ষেপ আইনানুগ হতে হবে বলে পর্যবেক্ষণে বলা হয়েছে। এমনটাই জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। আর রিট আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী হাসনাত কাইয়ূম ও ব্যারিস্টার অনীক আর হক।