ইটালিতে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৩৮, বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে

ভালুকা নিউজ ডট কম; আন্তর্জাতিক ডেস্ক: ইতালির মধ্যাঞ্চলে আজ বুধবার ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ রয়েছে অনেকে। একই সঙ্গে বহু ভবন বিধ্বস্ত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ২।
অনেক মানুষ ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছে বলে ইটালির কর্মকর্তারা ধারণা করছেন। এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
আমেট্রিস শহরের মেয়র সের্গিও পেরোজ্জি জানিয়েছেন, শহরের সব রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং শহরের অর্ধেকটাই ধ্বংস হয়ে গেছে।
বাংলাদেশের সময় অনুযায়ী সকালের দিকে ইটালির রোমের কাছাকছি ওই ভূমিকম্পটি হয়। এটি ছিল মাটির মাত্র ১০ কিলোমিটার নীচে।
ভূমিকম্পের সময় রোমের অনেক ভবন অন্তত কুড়ি সেকেন্ড ধরে কাপে বলে স্থানীয়রা জানিয়েছেন।
কর্মকর্তারা আশংকা করছেন, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। জীবিতদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
বেসামরিক কর্মকর্তারা বলছেন, ২০০৯ সালে আকুইলায় এরকম একটি ভূমিকম্পে ৩০৯জন নিহত হয়েছিলেন।