ধর্ম

আজ শুভ জন্মাষ্টমী

ভালুকা নিউজ ডট কম: আজ (২৫ আগস্ট) শুভ জন্মাষ্টমী। হিন্দু ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি।

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, পৃথিবী থেকে দুষ্টের দমন আর সজ্জনকে রক্ষা করতে শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আসেন।

পাশবিক শক্তি যখন সত্য সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই অসুন্দরকে দমনের মাধ্যমে জাতিকে রক্ষা ও শুভ শক্তিকে প্রতিষ্ঠার জন্যই  শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।

অবতার শ্রীকৃষ্ণের এই আবির্ভাবের দিনটিকে হিন্দুরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করে থাকেন।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা হিন্দু সম্প্রদায়ের মানুষকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দিনটি উপলক্ষ্যে বাণী দিয়েছেন ও হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন।

জন্মাষ্টমী উদযাপনে রাজধানীসহ দেশের বিভিন্ন মন্দিরে পূজা অর্চনাসহ নানা আয়োজন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button