ধর্ম
ভালুকায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত
বিশেষ প্রতিনিধি; ভালুকা নিউজ ডট কম: ময়মনসিংহের ভালুকায় হিন্দু সম্প্রদায়ের শ্রীনন্দোৎসব ও শ্রীল এসি ভক্তবেদান্তে স্বামী প্রভূপাদের শুভ আবির্ভাব তিথি মহোৎসব উপলক্ষে জন্মাষ্টমী মহোৎসব উৎযাপন কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গন থেকে র্যালীটি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় ওই স্থানে গিয়ে মিলিত হয়। র্যালীটির নেতৃত্ব দেন তপনিতাই দাস (তপন রায়), মলয় নন্দী, বিরেন রায়, স্বপন বনিক, অজিত বনিক প্রমুখ।