প্রাণের বাংলাদেশস্কুল আঙিনা
ভালুকায় সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে মানব বন্ধন

ভালুকা নিউজ ডট কম: ময়মনসিংহের ভালুকা উপজেলার কিন্টারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাস ও জঙ্গীবাদের প্রতিরোধে এক ঘন্টাব্যাপী মানব বন্ধন কর্মসূচী পালন করে। উপজেলার ১ শত ৬০ টি কিন্টারগার্টেনের পরিচালকরা এ মানব বন্ধন কর্মসূচীতে অংশ নেয়। ‘সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে একযোগে কাজ করতে হবে’ প্রতিপাদ্য নিয়ে উপজেলা পরিষদের সামনে ভালুকা- গফরগাঁও সড়কে এ মানব বন্ধনে নেতৃত্ব দেন এসোসিয়েশনের সভাপতি শওকত আলী, সাধারন সম্পাদক খন্দকার ওয়াহিদুল হাসান প্রমুখ।