রাজৈসারা ভালুকা
ভালুকায় বজ্রপাতে কিশোর নিহত
ভালুকা নিউজ ডট কম, বিশেষ সংবাদদাতা: ভালুকা উপজেলার পাইলাব গ্রামে গতকাল বৃহস্পতিবার রাতে বজ্রপাতে রিয়াদ (১৪) নামে এক কিশোর নিহত ও তার বাবা, মা ও ছোট বোন আহত হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার রাতে উপজেলার রাজৈ ইউনিয়নের পাইলাব গ্রামের নঈম উদ্দিন তার পরিবারের সদস্যদের নিয়ে একটি মাটির তৈরী টিনসেট ঘরে ঘুমাতে যায়। আবহাওয়া খারাপ হয়ে হঠাৎ বত্রপাত শুরু হয় । প্রচন্ড শব্দে তাদের ঘরের উপর বজ্রপাত হয়। এতে রিয়াদ আঘাতপ্র্রপ্ত হলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় রিয়াদের পিতা নঈম উদ্দিন (৪৫), মা নুরজাহান (৩৫) ও ছোট বোন শাপলা (৯) আহত হয়।