ভালুকায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৫০

ভালুকা নিউজ ডট কম; বিশেষ প্রতিনিধি: ভালুকা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মহিলাসহ ৫০ জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো- নাহিদ, নুর মোহাম্মদ, আপেল, রাজ্জাক, শহিদ মিয়া, আবুল হোসেন, খালেক মিয়া, ইসমাইল, নজরুল ইসলাম, ফাইজুল, তাছলিমা, রমিজা খাতুন, মোহন, আক্তারুজ্জামান, শরফুল, মান্নান, শামছুল, মোস্তফা, শফিকুল ইসলাম, ফুরকান আলাল উদ্দিন, বিল্লাল হোসেন, মোহন মিয়া, রমজান, শাহিন, মকবুল, নেভি, আমিনুল, ওয়াসিকুল, মফিজুদ্দিন, শমলা খাতুন, শরাফত আলী, মনির হোসেন।
মডেল থানার ওসি মামুন অর রশিদ জানান, আটককৃত ৫০ জনের মাঝে জিআর মামলায় ওয়ারেন্টভুক্ত ১০ জন এবং বিদ্যুৎ, পারিবারিক ও বন সংক্রান্ত আদালতের মামলার ২৩ জন রয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়। অন্যান্যরা আদালত থেকে জামিনে থাকায় রিকল জমা রেখে ছেড়ে দেয়া হয়েছে।