খেলাধূলা

গরুর মাংস খেয়ে অলিম্পিকে নয়টা স্বর্ণ জিতেছেন বোল্ট!

স্পোর্টস ডেস্ক: অলিম্পিকে নয়টা স্বর্ণ পদক তার দখলে। ট্রিপলের ট্রিপল করে তিনি অপরাজেয় কিংবদন্তী। গবেষকরা ব্যস্ত উসাইন বোল্টের সাফল্যের পিছনে আসল রহস্যটা উদ্ঘাটন করতে। চলছে জোর গবেষণা।

কিন্তু ভারতের বিজেপি সংসদ সদস্য তথা দলিত নেতা উদিত রাজ বোল্টের সাফ্যলের পিছনে আসল কারণটা বের করে ফেলেছেন। যেহেতু বিজেপির অনেকই গরু বিতর্কে জড়িয়ে বিষয়টা লাইমলাইটে এনেছেন, তাই উদিতের সেই রহস্য ফাঁসের কারণটা দ্রুত ভাইরাল হয়ে যায়।উদিত টুইট করেন, ‘জামাইকার উসাইন বোল্ট গরিব ছিলেন। তার ট্রেনার তাকে পরামর্শ দিয়েছিল গরুর মাংস খেতে। আর ওই কথা শুনেই তিনি অলিম্পিকে নয়টা স্বর্ণ জিতেছেন।’

তার এই টুইট দ্রুত ভাইরাল হয়ে যায়।
বিপদে পড়ার পর অবশ্য নিজের টুইটের ব্যাখা দেন উদিত। বলেন, ‘আমি বোঝানোর চেষ্টা করেছিলাম পরিকাঠামো ছাড়াও অর্থ না থাকলেও মনের জোর থাকলে সাফল্য পাওয়া যায়। আমাদের সরকার কেনিয়া বা জামাইকার থেকে অ্যাথলেটদের থেকে অনেক বেশি অর্থ খরচ করে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button