অর্থনীতি

ঈদে ছাড়াবে ২৩ হাজার কোটি টাকার নতুন নোট

ঢাকা : ঈদুল আজহা উপলক্ষে বাজারে ২৩ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক। নতুন টাকার এসব নোট পাওয়া যাবে বৃহস্পতিবার থেকে। বাংলাদেশ ব্যাংক ৮ সেপ্টেম্বর পর্যন্ত নোট বাজারে ছাড়বে। বাংলাদেশ ব্যাংকের মতিঝিলিসহ বিভিন্ন শাখা অফিসের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১৪টি শাখা থেকে নোট বদলে নিতে পারবেন সাধারণ মানুষ।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, বৃহস্পতিবার  থেকে নতুন টাকার নোট বিনিময় শুরু হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পর্যাপ্ত মজুদ আছে। আগের নিয়মে এবারো নতুন বিনিময় করা যাবে।
বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায়, রাজধানীতে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১৪টি শাখার মাধ্যমে নোট বিতরণ করা হবে। এরমধ্যে ৮টি শাখার মাধ্যমে ১০, ২০ ও ৫০ টাকার একটি করে প্যাকেট নিতে পারবেন একজন গ্রাহক। এই শাখাগুলো হল- ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, অগ্রণী ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, সোস্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, ব্যাংক এশিয়ার ধানম-ি শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড শাখা, সিটি ব্যাংকের মিরপুর শাখা ও শাহজালাল ইসলামী ব্যাংকের মালিবাগ চৌধুরী পাড়া শাখা।
অন্য ৬টি শাখার মাধ্যমে ১০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোট বিনিময় করা যাবে। এই শাখাগুলো হলো- মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা, সোনালী ব্যাংকের রমনা শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা ও রূপালী ব্যাংকের মহাখালী শাখা। তবে ১,২,৫ টাকার কয়েন নেওয়া যাবে চাহিদা মাফিক।
বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নিচে মতিঝিল অফিস থেকে ফিঙ্গার প্রিন্ট নিয়ে নতুন নোট বিনিময় করা হবে। এছাড়া সারাদেশে বাংলাদেশ ব্যাংকের  শাখা অফিস ও বিভাগীয় শহরের একটি বাণিজ্যিক ব্যাংকের শাখার মাধ্যমে নতুন নোট বিনিময় করা হবে।
গত বছরের ঈদুল আজহায় সর্বমোট ১৯ হাজার কোটি টাকা বিতরণ করা হয়। এবছর ২৩ হাজার কোটি টাকা বিতরণের লক্ষ্য ধরা হয়েছে। তবে বাণিজ্যিক ব্যাংকের শাখা ২০টি থেকে কমিয়ে ১৪টিতে নামিয়ে আনা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button