আন্তর্জাতিক
যুবতিকে দিয়ে জোর করে সেক্স র্যাকেট চালানোর অভিযোগ!
আন্তর্জাতিক ডেস্ক: বড়সড় মধুচক্র ফাঁস করল দিল্লি পুলিশ। হাতেনাতে পাকড়ও এক দম্পতি সহ আটজন। ওই দম্পতির বিরুদ্ধে নারী পাচার সহ বেআইনিভাবে সেক্স র্যাকেট চালানোর অভিযোগ। এর পিছনে বড়সড় কোনও চক্র কাজ করছে কিনা তা জানতে শুরু হয়েছে তদন্ত। প্রাথমিকভাবে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, নেপাল এবং দেশের বিভিন্ন জায়গা অর্থাৎ বাংলা, ওড়িশা, আসামের মতো বিভিন্ন জায়গা থেকে মহিলাদের আনা হত। বিভিন্ন প্রলোভন দেখিয়ে আনা মহিলারা বেশিরভাগই প্রন্তত এলাকার বলেও পুলিশ আধিকারিকরা জানতে পেরেছেন। প্রাথমিক তদন্তে পুলিশ আধিকারিকরা আরও জানতে পেরেছেন, প্রায় ৫০০০ মহিলাকে এই পেশায় বিভিন্ন প্রলোভন দেখিয়ে নামানো হয়েছে বলে অভিযোগ।