ঈদের আমেজে নাড়ীর টানে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা!
মেহেদী জামান লিজন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ আগামী ১২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আযহা, ঈদের আমেজে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষার্থীরা নাড়ীর টানে আপন গৃহে ফিরছে।
কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন ৪ সেপ্টেম্বর (রবিবার) থেকে বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি ঘোষণা করেন, কিন্তু শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির জন্য আজ বৃহস্পতিবার থেকেই শিক্ষার্থীদের নিজ নিজ গন্তব্যে রউনা দিচ্ছে ফলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম লক্ষ করা যায় পাশাপাশি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেস গুলো ফাকা হচ্ছে।
নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত জানান, ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগ করতে আজই যাচ্ছি নিজ বাড়ী জিনাইদহে।
উল্লেখ্য, পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। আবার আগামী ১৮ সেপ্টেম্বর’ রোববার হতে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা যথারীতি চালু হবে।
তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ৬ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আবার আগামী ১৮ সেপ্টেম্বর রোববার হতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম যথারীতি চালু হবে।