সারা ভালুকা
ভালুকায় জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন
মাহমুদুল হাসান ফোরাত: বৃস্পতিবার (১সেপ্টম্বর)সকালে বেফাকুল মাদারিসিলআরাবিয়া বাংলাদেশের কেন্দ্রিয় কর্মসূচির আওতায় ভালুকা উপজেলা কাওমী মাদ্রাসার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানব বন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধনটি ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের ভালুকা বাসস্ট্যান্ডে অবস্থান করে। মানববন্ধনে বক্তব্য রাখেন,ইসলামী ঐক্য জোটের সভাপতি মামুন অর রশিদ,আতিকুল ইসলাম,আমান উল্যাহ,আতা উর রহমান।অংশগ্রহনকারী মাদ্রাসা গুলো হলো,আশরফুল উলুম কাওমী মাদ্রাসা,শেখ জহুর উদ্দিন কাওমী মাদ্রসা,নারাঙ্গী মাদানিয়া হাফিজিয়া কাওমী মাদ্রাসা,জামিয়া ওবায়দিয়া কাওমী মাদ্রাসা।এতে প্রায় পাঁচ শতাধিক ছাত্র ও শিক্ষক মানব বন্ধনে অংশ গ্রহন করেন।