ভালুকায় বিএনপি’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সর্বশেষ আপডেট
স্টাফ রির্পোটার : ভালুকায় বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) র্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে থেকে ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির সহঃসভাপতি ও উপজেলা বিএনপি সভাপতি ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুর নেতৃত্বে পুলিশী বাঁধার মুখে একটি র্যালী পৌরসদরের উল্লেখযোগ্য সড়ক পদক্ষিণ করে দলীয় কার্যালয়ে ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সহঃ সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন পাঠান ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক হাদিসুর রহমান খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র সহঃসভাপতি হাবিব উল্ল্যাহ চৌধুরী মনু, ভালুকা পৌর বিএনপি’র সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, রুহুল আমিন মাসুদ, আঃ রহিম আকন্দ, শহীদুল্লাহ মন্ডল, ফরিদ উদ্দিন সরকার, সাবেক চেয়ারম্যান কাইয়ুম সরকার রিপন, ইছাহাক আলী, আব্দুল্লাহ আল মামুন পাঠান, তারেক উল্লাহ চৌধুরী, রাকিবুল হাসান রাসেল, আলী আকবর খান শিল্পী, সেলিম সাজ্জাত, আতিকুল্লাহ পাঠান ধনু, আমিনুল ইসলাম খান বাসান, আতিকুল ইসলাম আতিক, রফিকুল ইসলাম, আসাদ উল্লাহ চৌধুরী ধ্রুব, গোলাপী আক্তার, সাইদুল ইসলাম, শাহাব উদ্দিন, আবুল বাশার ব্যাপারী, মতিউর রহমান মিল্টন, মাসুদ রানা, লুৎফর রহমান সানি, ফয়সাল আহমেদ, মুহাইমিনুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে আনন্দঘন দুপুরে সওদাগর পাঠানের সৌজন্যে বিশাল কেক কাটা হয়।